মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বৈশ্বিক মহামারীর রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণে অবনতি: ডব্লিউএইচও
বৈশ্বিক মহামারীর রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণে অবনতি: ডব্লিউএইচও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন যে বিশ্বব্যাপী একদিনে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণের খবর পাওয়ার মধ্যে দিয়ে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর অবনতি ঘটছে।ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস সোমবার জেনেভায় সাংবাদিকদের বলেন যে ইউরোপে পরিস্থিতির উন্নতি হয়ে চললেও বিশ্বব্যাপী এর অবনতি ঘটছে।
তিনি বলেন, রবিবার ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এটি এযাবৎকালের দৈনিক সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা।
সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান ব্রাজিলের সরকারের সেদেশের মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হালানাগাদ না করার একটি সিদ্ধান্ত নিয়ে করা প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর দেশটিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে।
রায়ান বলেন, ব্রাজিলের উপাত্ত এতদিন পর্যন্ত অত্যন্ত বিস্তৃত ছিল এবং ডব্লিউএইচও প্রত্যাশা করে যে তারা সেটি প্রকাশ করা অব্যাহত রাখবে।