
শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও ইউরোপের উত্তেজনা- জার্মানিতে সেনা হ্রাস
যুক্তরাষ্ট্র ও ইউরোপের উত্তেজনা- জার্মানিতে সেনা হ্রাস
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে:যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যেকার তিক্ত উত্তেজনার মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা এলো I প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানিতে সেনা হ্রাসের জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন I ওয়াল স্ট্রিট পত্রিকা জানায়, ৩৪,৫০০ সেনাদের মধ্যে ৯,৫০০ জনকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে I এই সেনা হ্রাস ইউরোপীয় প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনেকাংশে কমিয়ে আনতে পারে I প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন জার্মানি তাঁর নিজস্ব প্রতিরক্ষার জন পর্যাপ্ত অর্থ ব্যয় করে না I