সোমবার, ১৮ মে ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কাতারে মাস্ক না পরলে ৩ বছরের জেল, ৫৫ হাজার ডলার জরিমানা
কাতারে মাস্ক না পরলে ৩ বছরের জেল, ৫৫ হাজার ডলার জরিমানা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার। মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। কাতারের টিভি চ্যানেল আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।
কেউ এই নিয়ম অমান্য করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এ ছাড়া জনসমাগমস্থলে কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা হতে পারে।
কাতারের জনসংখ্যা মাত্র ৩০ লাখ। আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের বেশি। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের এ সংখ্যা উদ্বেগজনক। তবে কাতারে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ১৫ জন মারা গেছে।
কাতারে করোনাভাইরাস সংক্রমণের ফলে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।
কাতার
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ লাখ ৪৬ হাজার ব্যক্তি। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৭ হাজার ৭০০।