সৌদি ও আমিরাত নিজেদের মধ্যে সংঘর্ষ; নিহত ১৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সৌদি আরবের সমর্থনপুষ্ট গেরিলাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট গেরিলাদের সংঘর্ষে ১৬ জন নিহত ও বহু আহত হয়েছে। ইয়েমেনে চলমান আগ্রাসনের দুই প্রধান মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবার নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দুই দেশের মদদপুষ্ট গেরিলারা একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
এর মধ্যে সৌদি আরবের সমর্থনপুষ্ট আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বাধীন গেরিলা গোষ্ঠীর একজন বড় কমান্ডারও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট গেরিলারা বলেছে, আবিয়ানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমিরাতি গেরিলা গোষ্ঠীর কয়েক জন সদস্য অপর পক্ষের হাতে আটক হয়েছে বলেও তারা স্বীকার করেছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে আগ্রাসনের পাশাপাশি দক্ষিণাঞ্চলে একক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।
এডেন ও এর আশেপাশের এলাকায় প্রথমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলেও তা এখন আরও নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সোকোত্রা দ্বীপও রয়েছে। সৌদি আরব ও আমিরাতের সমর্থনপুষ্ট গেরিলারা গত নভেম্বরে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করলেও কার্যত তা ভেস্তে গেছে। গত মঙ্গলবার ইয়েমেনের বিবাদমান সব পক্ষকে আবিয়ান প্রদেশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।