শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে
১২৬৬ বার পঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে তথ্য দিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি । এই পরিসংখ্যান অনুযায়ী, পুরো বিশ্বে এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর পর এই তথ্য পাওয়া গেলো।

চীনের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছিল গত ১১ই জানুয়ারি। এর পর থেকে ২১০টিরও বেশি দেশ ও এলাকা এই ভাইরাসে সংক্রমিত হয়েছে।

এ পর্যন্ত ৫টি দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যদিও এসব দেশের মধ্যে মৃতের সংখ্যায় বেশ পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্র, ইতালি এবং স্পেনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে হিসাব করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ শনিবার ঘোষণা করে যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির হাসপাতালগুলোতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

হোম সেক্রেটারি প্রিতি পাটেল এই সংখ্যাকে “বিয়োগান্তক এবং ভয়ংকর মাইলস্টোন” বলে উল্লেখ করে বলেন “পুরো দেশ শোকাহত।”

যেহেতু যুক্তরাজ্যে প্রতিদিন মৃতের সংখ্যার সাথে বাড়িতে ও নার্সিং হোমে মারা যাওয়াদের সংখ্যা যুক্ত করা হয় না, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

এই সংখ্যা অন্তর্ভুক্ত করা দেশ ফ্রান্স বলছে, শনিবার তাদের মৃতের সংখ্যা ৩৬৯ জন বৃদ্ধি পেয়েছে।

মার্চের শুরু থেকে এ পর্যন্ত ফ্রান্সে ভাইরাসের কারণে ২২ হাজার ৬১৪ জন মারা গেছে। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমছে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মানুষের সংখ্যা টানা ১৭ দিনের মতো কমেছে।

সর্বশেষ অগ্রগতির মধ্যে রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যেসব মানুষ একবার আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছে তারা আবারো আক্রান্ত হওয়ার ভয় থেকে সুরক্ষিত নয়।

নিউ ইয়র্কের রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, কোভিড-১৯ এর পরীক্ষা করানোর জন্য তিনি স্বাধীন ফার্মেসিগুলোকে অনুমোদন দেবেন। তিনি বলেন, চারটি হাসপাতালে তিনি অ্যান্টিবডির স্ক্রিনিং আরো বাড়াবেন। রাজ্যটিতে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।

বেলারুশের একটি এতিমখানায় ১৩ জন প্রতিবন্ধী শিশু এবং ১০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
কিছু এলাকায় সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বলেছিল যে আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় কোভিড-১৯ এর সংক্রমণের প্রবণতা উর্ধ্বমুখী।

ডা. টেডরস আধানম ঘেব্রেয়েসুস বলেন, পশ্চিম ইউরোপে যেখানে সংক্রমণ স্থিতিশীল বা কমে আসছে সেখানে অনেক দেশে সংক্রমণ মাত্র শুরু হয়েছে।

“কিছু দেশে যেখানে সংক্রমণ আগেই দেখা দিয়েছিল সেখানে আবারো সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠছে,” তিনি বলেন।

এরকম একটি দেশ হচ্ছে সিঙ্গাপুর। যেখানে এর আগে ভাইরাসের সংক্রমণ রুখতে পারা জন্য প্রশংসা করা হয়েছিল, সেখানকার শিল্পাঞ্চলের কাজের ক্ষেত্র এবং ঘনবসতিপূর্ণ শ্রমিকদের আবাস্থলে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে।

এশিয়ার অন্যান্য স্থানের মধ্যে চীন জানিয়েছে যে সেখানে গত টানা ১০ দিন ধরে কেউ মারা যায়নি এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছে, গত দুই দিনে কোন মৃত্যু ঘটেনি দেশটিতে।
দেশগুলোর মধ্যে তুলনা করা কঠিন কেন

পরিসংখ্যানবিদরা বলছেন যে, নথিবদ্ধ করা মৃতের সংখ্যা সব সময় একটি দেশে মহামারির প্রকৃত চিত্র তুলে ধরতে নাও পারে।

যুক্তরাষ্ট্রে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাওয়া গেছে। কিন্তু সেখানে অনেক দেশের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।

৩৩ কোটি মানুষের দেশটিতে পশ্চিম ইউরোপের ৫টি দেশ যথা- যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেনের মোট জনসংখ্যার চেয়ে বেশি মানুষ বাস করে।

যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপীয় অনেক দেশেই জনসংখ্যার তুলনায় মাথাপিছু মৃত্যুহার বেশি বলে জানা গেছে। আর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে ইউরোপে।

কাকে কাকে গণনার মধ্যে ফেলা হচ্ছে তার উপরও নির্ভর করে যে মৃত্যুর সংখ্যা কত হবে। অনেক দেশ কেয়ার হোমে মৃত্যুর সংখ্যা সংযুক্ত করায় একটি সর্বাত্মক চিত্র পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক দেশই শুধু হাসপাতালে মারা যাওয়াদের সংখ্যা হিসাব করছে যাদের মধ্যে কোভিড-১৯ এর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

এক কোটি ১৪ লাখ মানুষের দেশ বেলজিয়ামে ৬৯১৭ জন মারা গেছে। দেশটিতে মোট মৃতের সংখ্যার অর্ধেকেরও বেশি বয়স্ক মানুষদের কেয়ার হোমে হয়েছে এবং বেশিরভাগই সন্দেহভাজন আক্রান্তের সংখ্যার উপর হিসাব করা হয়েছে। যার কারণে দেশটির সংক্রমণের সংখ্যা আরো বেশি মারাত্মক বলে মনে হচ্ছে।



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর