শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনা সারাতে ফুসফুসে জীবাণুনাশক পুশ করতে বললেন ট্রাম্প
করোনা সারাতে ফুসফুসে জীবাণুনাশক পুশ করতে বললেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন,যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,করোনাভাইরাসে আক্রান্তদের ফুসফুস পরিষ্কার করতে ইনজেকশন বা অন্য কোনওভাবে ফুসফুসে জীবাণুনাশক পুশ করার পরামর্শ দিয়েছেন । বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান বিল ব্রায়ানের একটি গবেষণা প্রতিবেদনের প্রেক্ষিতে এ পরামর্শ দেন তিনি।
এদিন বিল ব্রায়ান জানান, তার গবেষক দল প্রমাণ পেয়েছে, করোনাভাইরাস উষ্ণ ও বেশি আর্দ্র আবহাওয়ায় টিকতে পারে না। তিনি বলেন, ‘এই ভাইরাস সূর্যালোকে দ্রুত মারা যায়।’ তার এ কথার জেরে মানবদেহে আলো প্রবেশ করিয়ে করোনা ধ্বংসের বুদ্ধি(!) খুঁজে পান ডোনাল্ড ট্রাম্প।
ব্রায়ানের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ধারণা করছি, আমরা অতিবেগুনী রশ্মি বা শুধু সাধারণ আলোই শরীরে প্রচণ্ডভাবে আঘাত করাই। মনে হয় আপনি বলেছেন, এটা এখনও পরীক্ষা করা হয়নি। তাহলে আমি বলবো, ধরুন আপনি আলোটাকে শরীরে প্রবেশ করালেন; সেটা করতে পারেন চামড়া ভেদ করে বা অন্য কোনও পদ্ধতিতে। মনে হয় বলেছেন, আপনারা এটাও পরীক্ষা করবেন।’
তিনি বলেন, ‘আমি দেখেছি, জীবাণুনাশক মাত্র এক মিনিটের মধ্যেই এটি (ভাইরাস) পরাস্ত করতে পারে। তাহলে এমন কি কোনও পদ্ধতি আছে যে, (রোগীর) শরীরে এটি প্রবেশ করিয়ে পরিষ্কার করা যায়? আপনারা দেখতেই পারছেন, এটা (ভাইরাস) ফুসফুসে গেলে কতটা বেড়ে যায়। সুতরাং এভাবে পরীক্ষা মজাদার হতে পারে।’
তবে করোনা নির্মূলে ফুসফুসে জীবাণুনাশক প্রবেশ করানো বিষয়ে ট্রাম্পের মতামতের ঘোর বিরোধী বিশেষজ্ঞরা।
ফুসফুসের রোগ বিশেষজ্ঞ (পালমোনোলজিস্ট) ডা. ভিন গুপ্ত বলেন, ‘শরীরে জীবাণুনাশক বা যেকোনও ধরনের পরিষ্কারক বস্তু প্রবেশ করানো একেবারেই অবিবেচনাপ্রসূত ও মারাত্মক বিপজ্জনক।