মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | শিরোনাম | সাবলিড » করোনায় :রুবি প্রিন্সেস প্রমোদতরি ভেড়া নিয়ে অস্ট্রেলিয়ায় তদন্ত
করোনায় :রুবি প্রিন্সেস প্রমোদতরি ভেড়া নিয়ে অস্ট্রেলিয়ায় তদন্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ-অ্যামেরিকান ক্রুজ অপারেটর ‘কার্নিভাল’র প্রমোদতরিটির দুই হাজার ৭০০ যাত্রীকে গত মাসে সিডনি বন্দরে নামিয়ে দেওয়া হয়৷ তখনই যাত্রীদের কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ ছিল৷
রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরির যাত্রীদের সিডনিতে কী কারণে নামতে দেওয়া হয়েছিল তা নিয়ে অস্ট্রেলিয়া পুলিশ তদন্ত শুরু করেছে৷
১১ দিন সমুদ্রে ভাসার পর গত ১৯ মার্চ জাহাজটি সিডনি বন্দরে ভেড়ার অনুমতি পায়৷ সীমান্ত ও বন্দর কর্তৃপক্ষ শীথিল স্বাস্থ্যপরীক্ষার পর যাত্রীদের ছেড়ে দেয়৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল ঘোষণা করেন। এরপর বেশ কয়েকজন বলিউড তারকা এই তহবিলে অর্থদান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে সবচেয়ে বড় অঙ্ক দান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি দিয়েছেন মোট ২৫ কোটি ভারতীয় রুপি।
যাত্রীদের শরীরে করোনা আক্রান্তের উপসর্গ, এমনকি কয়েকজনের শ্বাসকষ্ট থাকার পরও কেন জাহাজটি বন্দরে ভিড়তে দেওয়া হলো এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কর্মকর্তরা সেটির যাত্রীদের ছেড়ে দিলেন তা জানতে রোববার পুলিশি তদন্ত শুরু ঘোষণা দেওয়া হয়৷ অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ৫৬৮৭ জন৷ তাদের মধ্যে অন্তত ৬২২ জন এই প্রমোদতরির যাত্রী৷ যা মোট আক্রান্তের ১০ শতাংশের বেশি৷
অবজ্ঞা-জনিত অপরাধের অভিযোগ
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার মিক ফুলার রোববার বলেন, ক্রুজ অপারেটরের বিরুদ্ধে অবজ্ঞা-জনিত অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে৷ তারা অস্ট্রেলিয়ার রাজ্য ও কেন্দ্র সরকারের ‘বায়োসিকিউরিটি’ আইন লঙ্ঘন করেছে৷
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ প্রমোদতরিটি বন্দরে ভেড়া নিয়ে কী ব্যবস্থা নিয়েছিল সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি৷ বলেন, ‘‘আন্তর্জাতিক লাইসেন্স নিয়ে কোনো বন্দরে প্রবেশ করতে হলে ক্যাপ্টেনকে আগে এই নিশ্চয়তা দিতে হয় যে, জাহাজে সংক্রামক রোগে আক্রান্তের লক্ষণ নেই৷”
‘তারা কি আসলেই সত্য বলেছিল?’
যাত্রীদের নামিয়ে দেওয়ার পর প্রায় এক হাজার ক্রু নিয়ে সেটি গত কয়েক সপ্তাহ ধরে সিডনি উপকূলে সমুদ্রে ভাসছিল৷ এরই মধ্যে সেটির দুই শতাধিক ক্রুর শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণও দেখা দিয়েছে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা৷ গত সপ্তাহে অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়৷
এখন অসুস্থের সংখ্যা বাড়তে থাকায় ক্রুদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় এবং তদন্ত প্রয়োজনে জাহাজটি সিডনির আরো দক্ষিণের একটি বন্দরে সোমবার ভেড়ার অনুমতি দেওয়া হয়েছে৷
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানায়, তারা অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে নেবে৷ তবে বাকিদের জাহাজেই থাকতে হবে৷
প্রমোদতরি কর্তৃপক্ষ অস্ট্রেলীয় পুলিশকে তদন্তে সব ধরনের সহযোগিতা করার দাবি করেছে৷
করোনা মৃত্যু অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ১১ জন রুবি প্রিন্সেস থেমে নামা যাত্রী৷