সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস: শপিং মল বন্ধের ঘোষণা সৌদি আরবে
করোনাভাইরাস: শপিং মল বন্ধের ঘোষণা সৌদি আরবে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব ধরনের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রবিবার দেশটির সরকার এ নির্দেশ দেয়।শপিং মল বন্ধের নির্দেশ দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর মত খোলা থাকবে খাবারের দোকান, সুপার শপ ও ফার্মেসি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে ইতোমধ্যেই শপিং মলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন।
শপিং মল ছাড়াও যেকোনও প্রকার সমাবেশ, বিনোদনকেন্দ্রসহ জনসমাগম হয় এমন সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা দিয়েছে সরকার।
সৌদিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫।