সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না- ফখরুল
খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না- ফখরুল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:কারাহেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে জানেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি এ বিষয়ে সঠিক জানেন না। আবেদন করা হলেও হতে পারে।রোববার রাজধানীর শেরেবাংলা নগরে গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির আবেদনে কী আছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটি ঠিক বলতে পারব না, পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে সঠিকভাবে কী আছে, জানা নেই।’
সরকারের পক্ষ থেকে প্যারোলের আশ্বাস দেয়া হলে বিএনপি তাতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটি খালেদা জিয়ার ব্যক্তিগত ও পরিবারের ব্যাপার। যে আবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবার করেছে, দলও আবেদন করবে কিনা কিংবা সরকার প্যারোল দিতে চাইলে বিএনপি রাজি হবে কিনা, এমন প্রশ্নের উত্তর তিনি সরাসরি না দিয়ে বলেন, এটি তার পরিবার জানিয়েছে।
দলের অবস্থানের বিষয়ে বলেন, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিইনি।