রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » করোনা আক্রান্তদের দ্রুত আলাদা করার অনুরোধ চীন দূতাবাসের
করোনা আক্রান্তদের দ্রুত আলাদা করার অনুরোধ চীন দূতাবাসের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে নিশ্চিত ও সন্দেহযুক্ত আক্রান্তদের এবং আক্রান্তদের সঙ্গে নিবিড় যোগাযোগ হওয়া ব্যক্তিদের দ্রুত আলাদা করার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।পাশাপাশি তিনি করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন।
রবিবার তিনি নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় এ অনুরোধ করেন তিনি।
এদিকে, বাংলাদেশে প্রথম তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরো তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে।
আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ রয়েছে। এদের মধ্যে দু’জন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন। ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে এক লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।
১০২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। আড়াই মাসের কম সময়ের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে সংক্রমণ শনাক্ত হয়।