বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম » ৩ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত যাত্রী আটক
৩ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত যাত্রী আটক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন।আটক যাত্রীর নাম শেখ সাদী। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে।
সহকারী কমিশনার সোলাইমান হোসেন জানান, কমিশনারের কাছে গোপন সংবাদ ছিল যে শাহজালালে মালয়েশিয়া ফেরত যাত্রীর কাছে অবৈধ সোনা আছে। এর ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।
জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।