এরদোয়ানকে ভারতের হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে ভারত। কাশ্মীর ইস্যুতে নাক না গলাতে তুর্কি প্রেসিডেন্টকে এ হুঁশিয়ারি বার্তা দেয় মোদি সরকার।তুর্কি প্রেসিডেন্ট ও তুরস্ক-পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে যা বলা হয়েছে তার জবাব দিয়ে ভারত বলেছে, কাশ্মীর প্রসঙ্গে সমস্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পাকিস্তানের পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি নস্যাত্ করছি। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।
পাকিস্তান সফরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কাশ্মীরে নির্যাতন চালিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকেও সমর্থন করেন। এনডিটিভি।