শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ২৪ টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন- এমপি তুহিন
প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ২৪ টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন- এমপি তুহিন
বিবিসি২৪নিউজ,রবি আকন্দ, ময়মনসিংহ প্রতিনিধি: প্রায় ৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২৪ টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের স্যারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুনসুর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব গোলাম আযম, খারুয়া ইউপি চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত ভূঞা মিন্টু,মোয়াজ্জেমপুর ও খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক আলম ফরাজি, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কপালহর ও বনগ্রাম কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ২৪ টি কমিউনিটি ক্লিনিক পূণঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হইবে।
১। বেতাগৈর ইউনিয়নের অলিরঘাট কমিউনিটি ক্লিনিক।
২। বেতাগৈর ইউনিয়নের লোহিতপুর সি সি।
৩।বেতাগৈর ইউনিয়নের আতারামপুর সি সি।
৪।মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাও সি সি।
৫। মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর সি সি।
৬। নান্দাইল ইউনিয়নের রসূলপুর সি সি।
৭। নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া সি সি।
৮। নান্দাইল ইউনিয়নের সাভার সি সি।
৯। চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ সি সি।
১০। চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম সি সি।
১১।গাঙ্গাইল ইউনিয়নের শাইলধরা সি সি।
১২। গাঙ্গাইল ইউনিয়নের সুন্দাইল সি সি।
১৩। রাজগাতী ইউনিয়নের খলাপাড়া সি সি।
১৪। মুশুল্লী ইউনিয়নের পালাহার সি সি।
১৫। মুশুল্লী ইউনিয়নের মুশুল্লী সি সি।
১৬। মুশুল্লী ইউনিয়নের চপই সি সি।
১৭। সিংরইল ইউনিয়নের উদং নবীপুর সি সি।
১৮। সিংরইল ইউনিয়নের নারায়নপুর সি সি।
১৯। সিংরইল ইউনিয়নের হরিপুর সি সি।
২০। শেরপুর ইউনিয়নের মেরাকোনা সি সি।
২১। খারুয়া ইউনিয়নের বেলতৈল সি সি।
২২।খারুয়া ইউনিয়নের বনগ্রাম সি সি।
২৩। খারুয়া ইউনিয়নের হালিউড়া সি সি।
২৪। খারুয়া ইউনিয়নের নাগপুর সি সি।