বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নির্বাচনে নাক গলালে কূটনৈতিকদের চলে যেতে বলবো: পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচনে নাক গলালে কূটনৈতিকদের চলে যেতে বলবো: পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে যারা কোড অব কান্ডাক্ট মানবেন না তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, কূটনীতিকরা নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের ডমেস্টিক (অভ্যন্তরীণ) ইস্যুতে নাক গলাচ্ছেন। এটা উচিত নয়। ডিপ্লোম্যাটরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন বলে আমরা আশা করি। আর যারা কোড অব কান্ডাক্ট মানবেন না তাদের বলবো দেশ থেকে চলে যান।
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও আদর্শ নির্বাচন বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সাংবাদিকরা করোনা ভাইরাস ইস্যুতে চীনে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের আপডেট জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, চীন সরকার যখন তাদের অনুমতি দেবে তারা তখন আসবেন। আমাদের ৩৭০ জন নাগরিক দেশে আসতে চান। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর। তবে আনন্দের বিষয় আমাদের কেউ আক্রান্ত হননি।