শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।সাদামাটা ব্যাটিং-বিবর্ণ ফিল্ডিংয়ে ৫ উইকেটের হার
ব্যাটসম্যানরা এনে দিতে পারেননি বড় পুঁজি। ফিল্ডারদের কাছ থেকে মেলেনি সহায়তা, তারপরও লড়াই করেছেন বোলাররা। ১৪২ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান জিতেছে ৫ উইকেটে, ৩ বল বাকি থাকতে।
যে শটে জয় এলো সেই শটে আউট হতে পারতেন মোহাম্মদ রিজওয়ান। ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি মোহাম্মদ মিঠুন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫*; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ইমাদকে ফেরালেন আল আমিন
ম্যাচ জুড়ে দারুণ বোলিং করলেও সাফল্য মিলছিল না। অবশেষে দেখা মিলল উইকেটের। ইমাদ ওয়াসিমকে বোল্ড করে দিলেন আল আমিন হোসেন।
স্লোয়ার শর্ট বল পুল করতে চেয়েছিলেন ইমাদ। বল খুব একটা উঁচুতে ওঠেনি; ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। আঘাত হানে স্টাম্পে।
৪ বলে এক চারে ৬ রানে ফিরেন ইমাদ। পরের বলে মিলতে পারত আরেক উইকেট। একটুর জন্য এক্সট্রা কাভারের ফিল্ডারের হাতে যায়নি মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ।
১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৬/৫। জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের চাই ৫ রান।
মালিকের ফিফটি
হতে পারতেন আউট, পেয়ে গেলেন বাউন্ডারি, স্পর্শ করলেন ফিফটি। শোয়েব মালিকের ব্যাটে জয় দিয়ে সিরিজ শুরুর পথে পাকিস্তান।
মুস্তাফিজুর রহমানের বলে লং অফে ক্যাচ দিয়েছিলেন মালিক। নাজমুল হোসেন শান্ত অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় জমিয়েছিলেনও। কিন্তু মাটিতে পড়ার পর হাত থেকে ছুটে যায় বল, স্পর্শ করে সীমানা দড়ি।
শফিউলের দ্বিতীয় শিকার ইফতিখার
শোয়েব মালিককে সঙ্গ দিয়ে যাওয়া ইফতিখার আহমেদকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট নিলেন শফিউল ইসলাম।
অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি ইফতিখার। ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান লিটন দাস। ভাঙে ৩৬ রানের জুটি।
দুই চারে ১৩ বলে ১৬ রান করেন ইফতিখার। শোয়েব মালিক ৪৫ ও ইমাদ ওয়াসিম ৫ রানে ব্যাট করছেন। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১২৩/৪। জয়ের জন্য শেষ ৩ ওভারে ১৯ রান চাই স্বাগতিকদের।
জুটি ভাঙলেন আমিনুল
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তান এগিয়ে যাচ্ছিল তৃতীয় উইকেট জুটির দৃঢ়তায়। এহসান আলিকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙলেন আমিনুল ইসলাম।
লেগ স্পিনারকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন এহসান। টাইমিং করতে পারেননি। এগিয়ে এসে সহজ ক্যাচ মুঠোয় জমান বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৪৬ রানের জুটি।
৩২ বলে চারটি চারে ৩৬ রান করেন এহসান। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৮২/৩। ক্রিজে শোয়েব মালিকের সঙ্গী ইফতেখার আহমেদ। জয়ের জন্য শেষ ৮ ওভারে ৬০ রান চাই স্বাগতিকদের।
হাফিজকে থামালেন মুস্তাফিজ
পরপর দুটি বাজে বলে হজম করেছিলেন বাউন্ডারি। শেষ পর্যন্ত সেই ওভারটি হাসিমুখেই শেষ করলেন মুস্তাফিজুর রহমান। ফিরিয়ে দিলেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে।
সিঙ্গেলের জন্য স্কয়ার লেগে বল ঘুরাতে চেয়েছিলেন হাফিজ। ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া সহজ ক্যাচ শর্ট এক্সট্রা কাভারে মুঠোয় নেন আমিনুল ইসলাম। তিন চারে ১৬ বলে ১৭ রান করেন হাফিজ।
৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৫/২। ক্রিজে এহসান আলির সঙ্গী শোয়েব মালিক।
শুরুতেই বাবরকে ফেরালেন শফিউল
বোলিংয়ে শুরুটা দারুণ হলো বাংলাদেশের। দ্বিতীয় বলেই মিলল উইকেট। বাবর আজমকে শূন্য রানে ফেরালেন শফিউল ইসলাম।
অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে আসা ক্যাচ গ্লাভসে জমান লিটন দাস।
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়ে রিভিউ নিয়েছিলেন বাবর। পাল্টায়নি সিদ্ধান্ত। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ইনিংসে ফিরলেন রিভিউ নষ্ট করে।
১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫/১। ক্রিজে অভিষেক এহসান আলির সঙ্গী মোহাম্মদ হাফিজ।
আগে ব্যাট করে লাহোরে সর্বনিম্ন
শুরু থেকে মন্থর ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ শেষটায়ও ঝড় তুলতে পারেনি। ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৪১ রান। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে এটাই সর্বনিম্ন।
আগের সর্বনিম্ন ছিল গত অক্টোবরে শ্রীলঙ্কার ৭ উইকেটে ১৪৭। বাংলাদেশের জন্য আশার ব্যাপার, ১৩ রানে জিতেছিল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)