বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার ২৩ জানুয়ারি
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার ২৩ জানুয়ারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত আগামী ২৩ জানুয়ারি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা মামলায় জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সোমবার গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের টুইটারে এক পোস্টে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার রাতে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু গত ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করেন।
মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি। মামলা দায়েরকারী মূল মামলার পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রতিকার চেয়েও আবেদন করেন। এ বিষয়ে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে শুনানি হয়।