মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ট্রাম্প-কিম বৈঠক!
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ট্রাম্প-কিম বৈঠক!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আবারও আলোচনার টেবিলে দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।কিমকে জন্মদিনের কেক পাঠানোর পর থেকে আর নতুন করে হুমকি দিচ্ছে না দেশটি- গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন এমনটাই বলেছেন। তাই ভবিষ্যতে শান্তি আলোচনায় দুই নেতাকে আবারো দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র সংলাপে আগ্রহী বলেও জানান তিনি।
এদিকে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প জন্মদিনের কেক পাঠালেও দুজনের সম্পর্ক ফের আলোচনার টেবিলে বসার পর্যায়ে পৌঁছায়নি বলেও দাবি করেন উত্তর কোরীয় কর্মকর্তারা।