
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মস্কোয় রাতভর ব্যাপক হামলা, ৭৩টি ড্রোন ভূপাতিত
মস্কোয় রাতভর ব্যাপক হামলা, ৭৩টি ড্রোন ভূপাতিত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশেপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং তিনজন আহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিয়েভ বলেছেন, রাজধানীর বাইরে ভিদনোয়ে এবং দোমোদেদোভো শহরে হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় সাতটি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের দিকে আসা ৭৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হামলার কারণে একটি জেলা ট্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মস্কোর বিমানবন্দরে ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যুদ্ধ বন্ধে সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন নেতারা বৈঠকে বসার প্রাক্বালে রাশিয়ার এমন হামলার ঘটনা ঘটলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গভর্নর ভরোবিয়েভের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মস্কো অঞ্চলের কার পার্কিয়ের স্থানে একটি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া একটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেছেন, রাতভর হামলার কারণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু ছিল। বিবিসি বলছে, মস্কোর শেরেমেতিয়েভো, ডোমোদেদোভো এবং ভনুকোভো বিমানবন্দরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং নয়টি অঞ্চলে রাতভর ইউক্রেনের ৩৩৭টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। তবে রাশিয়ার এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইউক্রেন।