শিরোনাম:
●   ট্রাম্প-জেলোনস্কির বৈঠক পর্যবেক্ষণ করছে: রাশিয়া ●   জাতীয় নাগরিক পার্টি’র’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ●   ইসরায়েলে নির্ধারিত সময়েই ‘ট্রু প্রমিজ ৩’ অপারেশন, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ●   বাংলাদেশের রাজনীতিতে ভারত ও পাকিস্তানপন্থী ঠাঁই হবে না: নাহিদ ●   দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ নিশ্চিত করতে চাই: হাসনাত ●   পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য অস্থির ●   জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ নেতৃত্বে থাকছেন ৯ জন ●   গাজায় ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ ●   জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদদের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ●   সচিব-অতিরিক্ত সচিবসহ ২২ ডিসির পাসপোর্ট বাতিল
ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১
BBC24 News
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য অস্থির
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য অস্থির
৫৬ বার পঠিত
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য অস্থির

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পবিত্র রমজান মাস সমাগত। বর্তমান প্রেক্ষাপটে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি, শসা ও লেবু। চাহিদা বিবেচনায় এই তিনটি পণ্যের দাম বিক্রেতারা ইচ্ছামতো বাড়াচ্ছেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে লেবু।

মানভেদে বেগুন কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতো। শসা কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর।

এক মাস আগেও লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও এখন দ্বিগুণের বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

উন্নতজাতের লেবুর হালি ১০০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার, বাড্ডা ও রামপুরা ও পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে।

তবে বাড়তি চাহিদা তৈরি হলেও এবার অনেকটাই স্থিতিশীল ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও চিনির দর। আবার বাজারে বাড়তি সরবরাহের কারণে ছোলা, চিনিসহ কয়েকটি ভোগ্যপণ্যের দাম এরই মধ্যে কমেছে।

তবে এবারও রোজা ঘিরে বাড়তি মাংসের বাজার। এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট।
রাজধানীর বাড্ডার সবজি বিক্রেতা মাহাদী হাসান বলেন, ‘এখন লেবুর অফ সিজন। তাই পাইকারি বাজারেই লেবুর কিছুটা সংকট রয়েছে। শীত মৌসুম শেষ হওয়ার কারণে বেগুনের সরবরাহও কিছুটা কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, রোজা উপলক্ষে সব ধরনের মাংসের দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি কেজি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে ৭৮০ থেকে ৮০০ টাকায় এবং খাসির মাংস কেজি এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা কাঁচাবাজারের জিহাদ ব্রয়লার হাউসের বিক্রেতা মো. বায়োজিদ বলেন, ‘রোজায় বাড়তি চাহিদার কারণে খামারি পর্যায়েই মুরগির দাম বাড়তি। যার কারণে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি হচ্ছে। ’

বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি ৪৫ টাকায়, ছোলা কেজি ১১০ থেকে ১২০ টাকায়, বেসন কেজি মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায়, চিনি কেজি ১২০ থেকে ১২৫ টাকায়, আলু কেজি ২০ টাকায়, দেশি আদা কেজি ১২০ থেকে ১৩০ টাকায়, দেশি নতুন রসুন ১২০ থেকে ১৫০ টাকায়, আমদানি করা রসুন কেজি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে শীতকালীন সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কয়েকটি সবজির দাম কিছুটা বেড়েছে। টমেটো কেজি ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা, মুলা কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে কেজি ৩০ থেকে ৪০ টাকা, শিম মানভেদে ৩০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ থেকে ৫০ টাকা এবং কাঁচা মরিচ কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।



আর্কাইভ

ট্রাম্প-জেলোনস্কির বৈঠক পর্যবেক্ষণ করছে: রাশিয়া
জাতীয় নাগরিক পার্টি’র’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ
ইসরায়েলে নির্ধারিত সময়েই ‘ট্রু প্রমিজ ৩’ অপারেশন, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি
বাংলাদেশের রাজনীতিতে ভারত ও পাকিস্তানপন্থী ঠাঁই হবে না: নাহিদ
দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ নিশ্চিত করতে চাই: হাসনাত
পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য অস্থির
জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ নেতৃত্বে থাকছেন ৯ জন
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদদের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ
সচিব-অতিরিক্ত সচিবসহ ২২ ডিসির পাসপোর্ট বাতিল
ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়