শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের: জয়শঙ্কর
বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের: জয়শঙ্কর
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে, তা ভারতের জন্য উদ্বেগের একটি বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আজ শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরে বলেছেন, ঢাকা সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলে আশা করছে নয়াদিল্লি।প্রশ্নোত্তরে জয়শঙ্কর বলেন, ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে।