রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্প ভণ্ড বললেন : কমলা হ্যারিস
ট্রাম্প ভণ্ড বললেন : কমলা হ্যারিস
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভণ্ড বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। কমলার অভিযোগ, ট্রাম্প এবং তার দল গর্ভপাত নিয়ে ভণ্ডামি করছেন। জর্জিয়ায় স্থানীয় সময় শুক্রবার এক জনসভায় কমলা এ কথা বলেন।
সম্প্রতি এই অঙ্গরাজ্যে গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুই নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা হ্যারিস। কারণ জর্জিয়ায় গর্ভপাত নিষিদ্ধ।
সমাবেশে কমলা হ্যারিস ট্রাম্প ও রিপাবলিকান দলকে ইঙ্গিত করে বলেন, এই ভণ্ডরা এমনভাবে কথা বলেন যে মনে হয় গর্ভপাত বন্ধের মধ্যেই নারী ও শিশুদের কোনো স্বার্থ লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ। জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আইনে গর্ভপাত নিষিদ্ধ।
রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের যোগ্যতার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা।
গত বুধবার কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণা দপ্তর চিঠিটি প্রকাশ করেছে। সেখানে স্বাক্ষর রয়েছে এই ১১১ জন সাবেক কংগ্রেসম্যানের। ঐ এমপিরাও চিঠিটির বিষয়বস্তু এবং নিজেদের নাম স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে অবশ্যই একজন নীতিবান, গম্ভীর এবং অবিচল নেতা হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন, সেসব কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই।