রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা: কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা: কেজরিওয়াল
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: ছয় মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার দু’দিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। রোববার দলীয় এক সভায় ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তাঁর এমন ঘোষণায় হতবাক হয়েছেন সমর্থকরা। তবে কেজরিওয়ালের এমন ঘোষণাকে নাটক বলে আখ্যায়িত করেছে বিজেপি।
এ বিষয়ে কেজরিওয়াল বলেন, দু’দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত আমি দায়িত্বে ফিরব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের আদালতে থেকে ন্যায়বিচার চাই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির নেতা হরিশ খুরানা কেজরিওয়ালের পদক্ষেপকে ‘নাটক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কেজরিওয়াল কেন ৪৮ ঘণ্টা অপেক্ষা করছেন? তার আজই পদত্যাগ করা উচিত। বিজেপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে খুরানা বলেন, আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজ হোক বা কাল, আমরা দিল্লিতে ২৫ বছর পর ক্ষমতায় ফিরব।