বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ‘হুব্বা’ মুক্তি নিয়ে ষড়যন্ত্র চলছে, বলছে জাজ মাল্টিমিডিয়া
‘হুব্বা’ মুক্তি নিয়ে ষড়যন্ত্র চলছে, বলছে জাজ মাল্টিমিডিয়া
বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: দুই বাংলায় ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটি। কিন্তু এ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে ছবিটির বাংলাদেশের পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তার নিজেদের পেজে একটি পোস্ট করেছ আজ। তাতে জাজ বলছে, একটি তথাকথিত সিন্ডিকেট আবারও ষড়যন্ত্র করছে, যাতে “হুব্বা” সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে না পারে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে। কিন্তু তারা সফল হবে না। কারণ এটা কোন হিন্দি সিনেমা না বা কলকাতার অন্য নায়ক এর সিনেমা না। এটা আমাদের মোশাররফ করিমের সিনেমা। জাজ আরও মনে করেন, সেই সিন্ডিকেট কিছুই করতে পারবে না। কারণ সাথে আছে মোশাররফ করিমের লাখো ভক্ত, আছে চলচ্চিত্র, নাট্যাঙ্গন, মিডিয়া ও সাংবাদিক ভাই বোনেরা।
আমাদের সম্মিলিত জোয়ারে, সব সিন্ডিকেট ভেসে যাবে বঙ্গোপসাগরে। ১৯শে জানুয়ারি বাংলাদেশের রূপালী পর্দায় আসবেই “হুব্বা”। ইনশাল্লাহ্।