বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে ইইউ, ভারত, চীন, রাশিয়া, জাপানসহ ৯ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে ইইউ, ভারত, চীন, রাশিয়া, জাপানসহ ৯ দেশ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে নয়টি দেশ। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি বলেন, ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন নির্বাচন পর্যবেক্ষণ করবে।
এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।নির্বাচন পর্যবেক্ষণে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেলও ঢাকায় রয়েছে। তিনি অবশ্য মোট বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা প্রকাশ করেননি।