হালান্দের কারণে বড় জরিমানার কবলে সিটি
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: অভিষেক মৌসুমেই গতবার ম্যানচেস্টার সিটির জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আর্লিং হালান্দ। তার অদম্য পারফফর্মেন্সে আরাধ্য চ্যাম্পিয়ন্স লীগের জয়ের স্বাদ পায় সিটিজেনরা। শুধু তাই নয়, একই সঙ্গে প্রিমিয়ার লীগ ও এফএ কাপ মিলিয়ে প্রথমবারের ট্রেবল জেতে তারা। এবার সেই হালান্দের কারণে জরিমানা গুনতে হলো ইংলিশ ক্লাবটিকে। রেফারির ওপর হালান্দের চড়াও হওয়ার দায়ে ম্যানচেস্টার সিটিকে ১ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ঘটনা চলতি মাসের শুরুতে, প্রিমিয়ার লীগে টটেনহামের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের শেষ দিকের। বল নিয়ে আক্রমণে ওঠার সময় টটেনহ্যামের ডিফেন্ডার এমারসনের চ্যালেঞ্জে পড়ে যান হালান্দ। তবে এরপর উঠে সতীর্থ জ্যাক গ্রিলিশের দিকে বল বাড়ান তিনি। কিন্তু গ্রিলিশ বল পেতেই হালান্দকে ফাউলের ঘটনায় সিটিকে ফ্রি-কিক দেন রেফারি সাইমন হুপার। রেফারির ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ সিটির খেলোয়াড়রা তাকে ঘিরে ধরেন। এ ঘটনায় হলুদ কার্ড দেখতে হয় হালান্দকে।
পরবর্তী সময়ে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টুইটও করেন তিনি।
এরপর সিটির বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনে এফএ। শুনানিতে সিটি কর্তৃপক্ষও খেলোয়াড়দের অসদাচরণের বিষয়টি স্বীকার করে। এর ফলেই জরিমানা দিতেছে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের।