মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | নির্বাচন | লাইফস্টাইল » খালি মাঠ ছেড়ে দেবো না: হিরো আলম
খালি মাঠ ছেড়ে দেবো না: হিরো আলম
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক: ইনশাআল্লাহ, আগামীকাল থেকে মাঠে নামবো। আজ রাতে বগুড়া চলে যাবো। যা হোক নির্বাচন শেষ পর্যন্ত থাকব। খালি মাঠ ছেড়ে দেবো না।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গগণমাধ্যমকে এসব কথা বলেন হিরো আলম।
এবার বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছেন হিরো আলম। তার দলীয় ‘ডাব’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম।
সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা তুলে ধরে হিরো আলম বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটা আমার চতুর্থবার নির্বাচন করা। এর আগে নির্বাচনে আমি হামলার শিকার হয়েছি। আশা করছি, এইবার শিকার হবো না। নির্বাচনে কারচুপি হবে না।
হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। সবশেষ তিনি অংশ নেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে।