সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন
২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সারাদেশে সেনাবাহিনী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।
ইসির চিঠিতে বলা হয়, প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন ‘নোডাল পয়েন্ট’ ও সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবস্থান করবে। চিঠিটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠিয়েছে ইসি।
চিঠিতে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবেন।