রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া-২ আওয়ামীলীগের প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজু
ব্রাহ্মণবাড়িয়া-২ আওয়ামীলীগের প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজু
বিবিসি২৪নিউজ, মোঃ রাকিবুর রহমান রকিব, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২, প্রার্থিতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহজাহান আলম (সাজু)। জেলার আলোচিত আসন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনে নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রোববার ১৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আশুগঞ্জ রিটার্নিং কর্মকর্তার অফিসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, আসন সমঝোতার অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাজু। উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু জয় লাভ করেন। গত ১৫ নভেম্বর বিকেলে তিনি শপথ নেন। শপথের আড়াই ঘণ্টা পরই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতীয় সংসদের কার্যক্রম শেষ হওয়ায় তাতে অংশ নেওয়ার সুযোগ হয়নি শাহজাহান আলমের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তিনি আবারও মনোনয়ন পেয়ে নৌকা পেলেও, দলীয় সিদ্ধান্তে সেটা প্রত্যাহার করেছেন।