রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম বিজয় দিবস উদযাপন
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম বিজয় দিবস উদযাপন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: পুষ্পস্তবক অর্পণের পর, মহান নেতা ও স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।
পরে,আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।
মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুরের গজনবী রোডের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার, মুক্তিযোদ্ধাদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে, বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, গণভবনে এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন তিনি।