শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » নিজেই নিজেকে বিয়ে করলেন
নিজেই নিজেকে বিয়ে করলেন
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে সারাহ উইলকিনসন নামে ৪২ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিজেই নিজেকে বিয়ে করলেন। বিয়ের জন্য গত ২০ বছর ধরে অর্থ সঞ্চয় করেছিলেন। তবে কোনো পুরুষকেই তার মনে ধরেনি। তাই সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে একটি জমকালো উদযাপনের মাধ্যমে নিজেই নিজেকে বিয়ে করলেন।
বিবিসি জানায়, উইলকিনসন বিয়ের অনুষ্ঠানে বিশাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের বাগদানের জন্য একটি আংটি কিনেছিলেন এবং দিনটি সাফোকের ফেলিক্সস্টোতে হারভেস্ট হাউসে তার বন্ধুদের সঙ্গে উদযাপনের আয়োজন করেছিলেন।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে উইলকিনসন জানান, নিজের জমানো মোট ১০ হাজার পাউন্ড নিজের বিয়েতে খরচ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন। ওইদিন রাতে স্থানীয় টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন ব্যক্তি যোগ দিয়েছিলেন।
ক্রেডিট কন্ট্রোলার উইলকিনসন বিবিসিকে বলেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো। যদিও এটি একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল না, কিন্তু আমার কাছে দিনটি বিশেষ ছিলো। আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাইনি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব? যে টাকা আমি আমার বিয়ের জন্য সঞ্চয় করেছি, সেই টাকা কেন খরচ করবো না? বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন।
বিয়ের পার্টিতে উপস্থিত অতিথিদের একজন বিবিসিকে বলেন-সারার পক্ষেই এই কাজ করা সম্ভব।