সোমবার, ৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলে নিহত বেড়ে ৭০০, এক উৎসবেই নিহত ২৫০
ইসরায়েলে নিহত বেড়ে ৭০০, এক উৎসবেই নিহত ২৫০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হামাসের হামলায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আর ফিলিস্তিনি পক্ষের সর্বশেষ তথ্য বলছে, গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে সুপারনোভা সঙ্গীত উৎসব নামের একটি উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। হামাসের এই নজিরবিহীন হামলার সময় এটিই ছিল প্রথম লক্ষ্যগুলোর একটি।
এদিকে, একজন জার্মান মা ধারণা করছেন সেই উৎসব থেকে হামাস তার মেয়েকে অপহরণ করেছে।
অন্যান্য বেশ কয়েকটি দেশও বলেছে যে, তাদের নাগরিকরা হামলায় হতাহত হয়েছেন।
ইসরায়েল হামলা শুরু করার পর গাজার হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। সেখানে শুধু রোগী আর রোগী। সর্বশেষ হামলা শুরু হওয়ার ছত্রিশ ঘণ্টা পার হয়ে গেলেও গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছে।
থেকে নেই ইসরায়েলও।
এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে। এই অঞ্চলে জাহাজ ও বিমান মোতায়েন করেছে। এছাড়াও হামাসের এই হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে নিন্দা জানিয়েছে বিশ্বের ক্ষমতাধর এই দেশটি।