বুধবার, ২৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যতই বাধা আসুক ব্রিকসের সম্প্রসারণ ডাক : শি জিনপিং
যতই বাধা আসুক ব্রিকসের সম্প্রসারণ ডাক : শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম সম্মেলন। প্রথম দিন জোটের সম্প্রারণের বৃদ্ধির ডাক দিয়ে শি জিনপিং বলেছেন, ‘চীনের ডিএনএ-তে আধিপত্যবাদ নেই।’
জোহানেসবার্গে মঙ্গলবার (২২ আগস্ট) সম্মেলনের শুরুতে শি জিংপিংয়ের বক্তব্য পড়ে শোনান দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়েং ওয়েনতা। এতে শি বলেছেন, ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে উদীয়মান অর্থনীতির ব্রিকস জোটের সম্প্রসারণ জরুরি।
তিনি আরও বলেন, চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। যেকোনও বাধা আসুক না কেনও ব্রিকসের পরিধি বাড়তে থাকবে। আমরা ব্রিকসকে একটি শক্তিশালী জোটে পরিণত করবো… সদস্যবৃদ্ধির ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবো, আন্তর্জাতিক আইনকে আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত করতে সহায়তা করবো।’
১৫তম সম্মেলনে সশরীরে বক্তব্য দেননি শি জিনপিং। তার কারণ অস্পষ্ট। দক্ষিণ আফ্রিকা ও চীনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নীরব রয়েছে। গত সোমবার তিনি জোহানেসবার্গে পৌঁছালে স্বাগতম জানান প্রেসিডেন্ট রামফোসা। তবে জোটের দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এদিকে সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছেন, আমরা শুধু জোটকে সংগঠিত করতে চাই।
বাংলাদেশ, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, আলজেরিয়া, বলিভিয়া, ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কমোরোস, গ্যাবন ও কাজাখস্তানসহ ৪০টির বেশি দেশ এই ফোরামে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে