শনিবার, ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারো নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত
বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারো নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান আবারো পরিষ্কার করেছে ভারত। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনি পরিস্থিতি নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্ধারিত সময়ে ভোট হোক এটা আমরা প্রত্যাশা করি।
ব্রিফিংয়ে সাংবাদিকরা বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপির লাগাতার আন্দোলন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে একাধিক প্রশ্ন করেন।
এসব প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি আরও বলেন, কয়েক দিন আগেই এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলাম। সেই মনোভাব এখনো অপরিবর্তিত। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।