শনিবার, ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অভিবাসন নীতি নিয়ে নেদারল্যান্ডস সরকারের পতন
অভিবাসন নীতি নিয়ে নেদারল্যান্ডস সরকারের পতন
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: অভিবাসন নীতি নিয়ে অংশীদার দলগুলোর মধ্যে মতবিরোধে নেদারল্যান্ডসের জোট সরকারের পতন ঘটেছে।
অভিবাসন সীমিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর শুক্রবার ক্ষমতাসীন চারদলীয় জোট সরকার ভেঙে যায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে।
দেড় বছর আগে চারদলীয় এ জোট সরকার গঠিত হলেও অভিবাসন নীতি নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ ঘটত। প্রধানমন্ত্রী রুটের সভাপতিত্বে শুক্রবার এ সংকট নিয়ে বৈঠক হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
বিবিসি জানিয়েছে, নভেরম্বরে নেদারল্যান্ডসে নতুন নির্বাচন হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
গত বছর অভিবাসন কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ে হৈচৈ হওয়ার পর রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি শরণার্থীদের ঢল সীমিত করার চেষ্টা করে আসছিল, কিন্তু চারদলীয় জোট সরকারের দুই অংশীদার রুটের পরিকল্পনার বিরোধিতা করে।
মন্ত্রিসভার এক জরুরি বৈঠকের পর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে রুটে জানান, তার সরকারের পতন ঘটেছে। শনিবার রাজা ভিলেম আলেকজান্দারের কাছে পদত্যাগ পত্র পেশ করবেন বলে জানান তিনি।
নতুন নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসেবে মন্ত্রীরা তাদের কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।