বুধবার, ২১ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নতুন সদস্য নেওয়ার বিষয়ে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট) সদস্যরা রাজনৈতিকভাবে একমত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মঙ্গলবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি’র পক্ষ থেকে প্রশ্ন ছিল- গত ১৯ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয় যে, বাংলাদেশ ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এ বিষয়ে চীনের বক্তব্য কি? জবাবে মুখপাত্র মাও নিং বলেন, ব্রিকসকে আরও সম্প্রসারিত করা এবং নতুন সমমনা দেশগুলোকে ব্রিকসে যুক্ত করার বিষয়ে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। ইতিমধ্যে জোটের সদস্যরা এ বিষয়ে রাজনৈতিকভাবে মতৈক্যে পৌঁছেছে।
তিনি বলেন, বিকাশমান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য ব্রিকস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বহুপাক্ষিক ব্যবস্থা সমুন্নত রাখা, বৈশ্বিক সুশাসন ব্যবস্থার সংস্কারকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনধিত্ব বাড়াতে ব্রিকস প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ লাভ করতে পারে। ব্রিকস ব্যাংক স¤প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকস বাংলাদেশকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবে।