মঙ্গলবার, ৯ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা কূটনীতিকে বহিষ্কার করলো কানাডা
চীনা কূটনীতিকে বহিষ্কার করলো কানাডা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরেন্টোতে নিযুক্ত ঝোয়া উই নামে এক চীনা কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় অটোয়ায় অবন্থিত চীনা দূতাবাস নিন্দা জানিয়েছে।
তার বিরুদ্ধে হংকং বংশোদ্ভূত কানাডিয়ান এমপি মাইকেল চং এবং তার স্বজনদের ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
চীনের অভিযোগ, হংকংয়ে কানাডিয়ান এমপি মাইকেল চংয়ে স্বজনরা উইঘুরদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা করছে।
এ কারণে কানাডার ওই এমপিকে ভয় দেখাচ্ছিলেন চীনা কূটনীতিক ঝোয়া উই। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানতে পেরে সোমবার তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।