
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সুদানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
সুদানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: দেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ মিশন। তাদের এই হটলাইন নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে খারতুমে বাংলাদেশ মিশনে এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ জানিয়ে নিবন্ধন করেছেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বৃহস্পতিবার এই তথ্য জানান।
তিনি বলেন, খারতুমে বাংলাদেশ দূতাবাস যে অঞ্চলে অবস্থিত, সেখানে পরিস্থিতি ভালো নয়। তাই দূতাবাসের কর্মকর্তারা রাজধানীর আশপাশে নিরাপদ স্থানে সরে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয় তদারকি করছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফিরতে আগ্রহীরা নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।