শনিবার, ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ঈদের দিনে ভক্তদের ধরা দিলেন শাহরুখ
ঈদের দিনে ভক্তদের ধরা দিলেন শাহরুখ
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা। তাকে এক ঝলক দেখতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। কোনোবারই ভক্তদের নিরাস করেন না শাহরুখ। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। ভক্তদের দেখা দিলেন কিং খান।শনিবার ভক্তদের সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি। এসময় তার পরনে ছিলো সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।
প্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরাপ্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরা
হাসিমুখে শাহরুখ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এসময় তার সাথে ছিল ছোট ছেলে আব্রাম খান। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের।
দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। চলতি বছরটা তার দারুণ কাটছে। চার বছর পর পর্দায় ফিরে পাঠান সিনেমায় বাজিমাত করেছেন তিনি। তার এই সিনেমা ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।