ঈদের দিনেও বৃষ্টির আভাস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: টানা তাপদাহের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তাপের পারদ কিছুটা নেমেছে দেশজুড়ে; এরই মধ্যে ঈদের দিনেও বৃষ্টি ঝরার আভাস থাকছে আবহাওয়ার বার্তায়।
শুক্রবার বিকালে এক পশলা বৃষ্টি স্বস্তির পরশ হিসেবে নগরবাসীকে নাড়া দিয়ে যায়। ঝোড়ো হাওয়া দিয়ে শুরু হওয়া বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী না হলেও সাময়িক সময়ের জন্য গরমের তীব্রতা কমিয়েছে।
বৃষ্টির পর থেকে বইতে থাকা দখিনা বাতাসে ঠান্ডার অনুভূতি গত কয়েকদিনের তপ্ত অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।
এরমধ্যে আবহাওয়া অফিস শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
শুক্রবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপন করা হবে।
মুসলমানদের অন্যতম বৃহৎ এ উৎসবে বৃষ্টির বাগড়া থাকার কথা আগের কয়েক দিন থেকেই আভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন তাপমাত্রাও আগের মত এতটা তপ্ত না থাকার ইঙ্গিত থাকছে।
শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসেও বৃষ্টির আভাস বহাল রয়েছে। এতে তামপাত্রাও কিছুটা কমবে আগের চেয়ে।
ঈদের দিনেও বৃষ্টির আভাস
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, “ঈদের দিনে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।”
প্রখর খরতাপে টানা ভোগান্তির পর শুক্র ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলে তা চলমান তাপপ্রবাহেও কিছুটা রাশ টেনে ধরে।
আবহাওয়ার পূর্বাভাসে তা আরও কিছুটা কমার কথা বলা হয়েছে। শুক্রবারই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে আগের দিনের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে, যা পাওয়া যায় যশোরে।
অবশেষে ঢাকায় নামল প্রার্থিত বৃষ্টি
এর আগে গত সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ। এর আগের টানা সপ্তাহজুড়ে চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা সর্বোচ্চে উঠেছিল