মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » সরাইল উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা-ইউএনও’র’
সরাইল উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা-ইউএনও’র’
বিবিসি২৪নিউজ,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোঃ রাকিবুর রহমান রকিব: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় মুজিববর্ষ’ উপলক্ষ্যে আগামী ২২ মার্চ ৪৯টি পরিবারের নিকট দুই শতাংশ জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মধ্য দিয়ে সরাইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী পরিবারের নিকট জমি, গৃহ হস্তান্তরে মাধ্যমে সরাইল উপজেলাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণার কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন বিষয়ক সরাইল উপজেলা সাংবাদিকদের কে প্রেস ব্রিফিংয়ে এর মাধ্যমে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।