শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে গণহত্যার সন্ধান মেলেনি : জাতিসংঘ
ইউক্রেনে গণহত্যার সন্ধান মেলেনি : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি তদন্ত দল ইউক্রেনে গণহত্যা সংঘটিত হয়েছে এমন কোন তথ্য পায়নি। বৃহস্পতিবার ঐ দলের প্রধান এ কথা বলেছেন।
তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোন ঘটনা খুঁজে পায়নি। তবে তিনি আরও বলেন, ‘সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটি এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’