শনিবার, ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » অস্বাস্থ্যকর’ বায়ু দূষণের শীর্ষে ঢাকা
অস্বাস্থ্যকর’ বায়ু দূষণের শীর্ষে ঢাকা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। শনিবার সকাল ৯টা ১৫মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২৫৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। এ তালিকায় ঢাকার পরই আছে ভারতের শহর মুম্বাই, স্কোর ২০৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বায়ুর মানের নিরিখে দূষিত তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং (১৯১)। ১৯০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের আরেক শহর উহান। থাইল্যান্ডের চিয়াংমাই আছে পঞ্চম স্থানে, স্কোর ১৮৯। এরপরই আছে মিয়ানমারের ইয়াঙ্গুন, (১৮৮) ও নেপালের কাঠমান্ডু (১৮৬)।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক ’ বলা হয়।