শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি প্রস্তাব
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি প্রস্তাব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মস্কো-কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে, ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে রাশিয়ার মিত্র দেশ চীন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। এ বিষয়ে উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে আসছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রফতানি চালু থাকলে এখনও স্বাভাবিক হয়ে উঠেনি। ফলে চীন তার ১২ দফার প্রস্তাবনার মধ্যে এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে জানিয়েছে, বৈশ্বিক খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রফতানি নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শান্তি প্রস্তাবে সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বেইজিং। এখানে চীন তার অবস্থানের কথা শান্তি পরিকল্পানায় বিস্তারিত তুলে ধরেছে। সেই সঙ্গে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ অবসানের আহ্বান জানিয়েছে বেইজিং।
এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কিয়েভ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।