সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিয়েভে অঘোষিত সফরে বাইডেন
কিয়েভে অঘোষিত সফরে বাইডেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোলাকুলি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে- প্রথমেই সেইন্ট মিশেল ক্যাথাড্রেলে গিয়েছেন দুই নেতা। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও জো বাইডেন। ঠিক তখনই রাজধানীজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে বাইডেন কিয়েভ সফরে যাওয়ার পর কোনো রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি।
ইতোমধ্যে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন। আর এ সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।
তিন দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের। তবে হঠাৎ গোপনে কিয়েভে চলে এসেছেন তিনি। তার এ সফরকে সুদৃষ্টিতে দেখছে জার্মানি। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এ সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটিতে রুশ হামলার এক বছর হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে।
কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এ দেশের মানুষ যুদ্ধে নেমেছেন। এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন।