শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯
পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার পুলিশ লাইনসে হামলার এক সপ্তাহ পরে করাচিতে পুলিশ প্রধানের অফিসে হামলা চালানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাঁচতলা অফিসটিতে প্রায় চার ঘণ্টার অভিযানে মুক্ত করে। এই বন্দুক যুদ্ধে কমপক্ষে নয় জন নিহত হয়।
কমপক্ষে তিনজন জঙ্গি নিজেদেরকে উড়িয়ে দেয় এবং বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বন্দুকযুদ্ধে রেঞ্জার্স এবং পুলিশ কর্মীসহ চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জিও নিউজকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নিরাপত্তা বাহিনীর ওপর হামলা প্রমাণ করে দৃশ্যত আবার সন্ত্রাসবাদ পাকিস্তানকে গ্রাস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, নিন্দাই যথেষ্ট নয়। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আক্রমণটি শুরু হয়।
পুলিশ স্নাইপাররা স্টেশনের কাছে অবস্থান নেয় এবং এলাকার সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করে। এটি পেশোয়ার মসজিদে আত্মঘাতী হামলার মতো একটি কৌশল। পেশারের মসজিদে হামলায় ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, সশস্ত্র সন্দেহভাজনরা সদর থানা সংলগ্ন হেড অফিসে কয়েক রাউন্ড গুলি চালায়।
হামলার পর পুলিশ করাচি হয়ে প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং রেঞ্জার্স ও পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোসহ নিরাপত্তা বাহিনীর ভারী দল ঘটনাস্থলে পৌঁছে।
জিও নিউজের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশ ও রেঞ্জার্সের কমান্ডো ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি বলেন, ‘ফেডারেল সরকার সিন্ধু পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এবং সব সহায়তা দেয়া হবে।’
সানাউল্লাহ উল্লেখ করেন, তিনি মুখ্য সচিব এবং সিন্ধুর আইজি সঙ্গে কথা বলেছেন, যিনি নিশ্চিত করেছেন যে পুলিশ ছয় থেকে সাত সন্ত্রাসীকে ভবনে প্রবেশ করতে দেখেছে।