শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে মিথ্যা আশ্বাস দিচ্ছে ইইউ: দিমিত্রি মেদভেদেভ
ইউক্রেনকে মিথ্যা আশ্বাস দিচ্ছে ইইউ: দিমিত্রি মেদভেদেভ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের যে প্রতিশ্রুতি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সেটা মিথ্যাচার ছাড়াই কিছুই নয়। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যখন দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন এমন মন্তব্য করেন তিনি।
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি গোল্ডম্যান সাচের এক গবেষণার বরাত দিয়ে বলেন, ইউক্রেন যে এলাকা হারিয়েছে, তা দেশটির শিল্প ক্ষেত্রে ৪০ শতাংশ অবদান রাখতো, যা জিডিপির ১৫ শতাংশ।
সাবেক রুশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স (প্রাকৃতিক সম্পদ) হাতছাড়া হয়েছে, তার মূল্য ১২ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৬২ শতাংশ কয়লা এবং ৪২ শতাংশ ধাতব (মেটাল) ক্ষেত্র।
অপরদিকে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ইউক্রেনের শস্য উৎপাদন কমে ৩২ দশমিক ৫ মিলিয়ন থেকে হয়েছে ১৯ দশমিক ৪ মিলিয়ন। এ ছাড়া পোল্যান্ড ও রোমানিয়ার রুট ব্যবহার করায় দেশটির ট্রান্সপোর্ট (পরিবহন) খরচ বেড়েছে দুই থেকে তিন গুণ, বলেন মেদভেদেভ।
তিনি আরও বলেন, ইউক্রেনের জিডিপি ৩০ থেকে ৩৬ শতাংশ কমেছে। এতে দেশটির সাধারণ লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৮০০ বিলিয়ন ডলার। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দেশটির জিডিপি আরও ৫ থেকে ১০ শতাংশ কমতে পারে।