বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাটিল্ডা
বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাটিল্ডা
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে তিন দিনের সফরে আগামী সোমবার আসছেন বেলজিয়ামের রানি মাটিল্ডা। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটর’ হিসেবে এ সফরে আসছেন রানি। জাতিসংঘ মহাসচিবের যে ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদের মধ্যে বেলজিয়ামের রানি মাটিল্ডা একজন।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।
সেহেলী সাবরীন বলেন, রানি মাটিল্ডার ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
রানির সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন। এছাড়াও খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে রানির।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন উদ্যোগ হিসেবে মুখপাত্রের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং চালু করেছে। এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ ব্রিফিং হবে। এ ব্রিফিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেহেলী সাবরীনকে।