শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা নিয়ে কঠোর বার্তা দিল- পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা নিয়ে কঠোর বার্তা দিল- পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কঠোর হচ্ছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে তাদেরকেও বের করে দেওয়া হবে।শুক্রবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দেন।
তিনি বলেন, এই হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসামানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরি। এজন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি।