বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) থেকে মোঃ রাকিবুর রহমান রকিবঃ বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি হুসাইন আহমেদ তফসির (৫৫) মা-রা গেছেন। আজ ১৬ জানুয়ারি সোমবার রাত ২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সদর ইউনিয়নের নিজ সরাইল মোল্লাবাড়ির হাফেজ উবায়েদুল্লার সাহেবের বড় ছেলে ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১২ টায় বুকের ব্যথা অনুভব হলে তিনি নিজেই সরাইল সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করার কথা বলে। পাশে একটি প্রাইভেট ক্লিনিকে ইসিজি শেষে করে ফেরার পথে রাস্তায় ঢলে পরে যান তিনি। পরে সরল উপদে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গোটা উপজেলায় নেমে আসে শোকের ছায়া।
পরে বাদ আসর আলীনগর মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারাবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রদান, ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সাংসদ জিয়াউল হক মৃধা।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, এডভোকেট সৈয়দ তানভির হোসেন কাউছার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল রাশেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিপক চৌধরী বাপ্পী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তার হোসেন ছাঈদ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহাত, মজুরুল আলম মন্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ।
হুসাইন আহমেদ তফসির ছাত্রজীবন থেকেই জাসদ রাজনীতির সাথে জুড়িত ছিলেন। তিনি সকল রাজনীতি দলের সাথে ছিল সুসম্পর্ক।