শিরোনাম:
●   জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন ●   ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা ●   গাজায়-ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে: জাতিসংঘ মহাসচিব ●   ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ●   নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান ●   আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া ●   ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর ●   চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ●   বাংলাদেশে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন চূড়ান্ত হবে ডিসেম্বরে ●   মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা: ইইউ, যুক্তরাজ্য ও কানাডার
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

BBC24 News
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
৩৩৩ বার পঠিত
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রুবিনা আক্তার নামে এক নারীকে ধাক্কা দিয়ে দেড় কিলোমিটার টেনে নিয়ে যায় এক প্রাইভেটকার চালক। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ওই চালক ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক। ক্যাম্পাসের ভেতরে এমন মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীরা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ইউনিয়ন স্বতন্ত্রভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। আগে বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন টিএসসিসহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখা। পরে সবাই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত নারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি জানান।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, শিক্ষার্থী মনিরা শারমিন, আরমানুল হক, আরিফুল ইসলাম, আশরেফা খাতুন, দ্যুতি অরণ্য চৌধুরী, সাকিবুর রনি, আবদুল্লাহ আল নোমান, গোলাম আজম, মোহাম্মদ রামিম খান, আদনান আজিজ চৌধুরী, রাজিব কান্তি দাস, আহামেদউল্যাহ সিয়াম উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

আফরোজ ইমি বলেন, ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই, নারী নিপীড়ন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অহরহ হচ্ছে। এটা কোনো বিশ্ববিদ্যালয়ের চরিত্র না। এভাবে অনিরাপত্তার মধ্যে দিয়ে দিনের পর দিন চলতে পারে না। আমাদের বহুদিনের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যানবাহনের নিয়ন্ত্রণ, কিন্তু প্রশাসন কখনোই এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। একে তো তারা আমাদের শিক্ষার সুস্থ পরিবেশ দিতে পারে না। অন্যদিকে আমাদের নিরাপত্তা দিতে পারে না তারা, শুধু পারে শিক্ষক হয়ে যাওয়ার পর নিজেরা বাংলো নিয়ে রাজনীতি করতে। এই ধরনের প্রশাসন ও ভিসি এবং শিক্ষক আমরা চাই না।

এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের রাস্তা সিটি কর্পোরেশন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আওতায় আনা, ক্যাম্পাসের প্রত্যেক প্রবেশমুখে চেকপোস্ট বসানো ও ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নির্ধারণসহ বিভিন্ন দাবি জানান।

এ ছাড়া ছাত্র অধিকার পরিষদ ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে। তারপর নিয়ে শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের সঙ্গে তারা সংহতি জ্ঞাপন করেন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এভাবে চারদিকে যানজট, পাগল, ভবঘুরের আড্ডাখানা করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বানানো সম্ভব? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো- প্রশাসন যেন একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস উপহার দিতে বদ্ধপরিকর হয়।’

এদিকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে উপাচার্যের বাসভবনের সামনে মশাল মিছিল করা হয়। এ সময় ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল বন্ধ ও গতিসীমা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী সমকালকে বলেন, আমাদের ক্যাম্পাস চারপাশে খোলা থাকে। ফলে যে কেউ নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। একান্ত কাজ না থাকলে কেউ যেন ক্যাম্পাসে না আসে। আমরা সবার সহযোগিতা চাই।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাস নিরাপদ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবছি। আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা যৌক্তিক, তাদের দাবি আমলে নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। গাড়িচাপায় এভাবে একজন নারীর মৃত্যুকে অমানবিক ও মর্মান্তিক।

এর আগে সন্ধ্যায় রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ‘খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন। তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা এখনও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি ফোন নম্বর পেয়েছিলাম তার স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয়, কল ধরেনি, পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় মামলা করা হবে।’



এ পাতার আরও খবর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান
আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর
চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
বাংলাদেশে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন চূড়ান্ত হবে ডিসেম্বরে বাংলাদেশে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন চূড়ান্ত হবে ডিসেম্বরে
মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা: ইইউ, যুক্তরাজ্য ও কানাডার মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা: ইইউ, যুক্তরাজ্য ও কানাডার
দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আর্কাইভ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
নারীদের বিরুদ্ধে আবারও কড়া বিধিনিষেধ আরোপ করলো তালেবান
আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর
চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
বাংলাদেশে হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন চূড়ান্ত হবে ডিসেম্বরে
মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা: ইইউ, যুক্তরাজ্য ও কানাডার
দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ